দুর্গাপুরে বহুতল আবাসন থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩১মেঃ
বহুতল আবাসন থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে বিধাননগর ফাঁড়ির অন্তর্গত শঙ্করপুরে। মৃতার নাম সাস্মিতা ত্রিপাঠি(২৬)। এই মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে এলাকাবাসীদের মধ্যে।
জানা গেছে, ওই এলাকার রামকৃষ্ণ সরণীর ‘সৃষ্টি রেসিডেন্সি’র ৪বি নং ঘরে মাস আটেক ধরে ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করেছিলেন ওই গৃহবধূ ও তাঁর স্বামী। ওই দম্পতির একটি কন্যা সন্তানও রয়েছে। প্রতিবেশী সুত্রে জানা গেছে, গৃহবধূ উরিষ্যার কটকের বাসিন্দা ছিলেন।
স্থানীয় বাসিন্দা অমিত কেশ জানান যে, আজ অর্থাৎ রবিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাজার করতে জান। ফিরে এসে দেখেন তাঁর স্ত্রী ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছেন।
খবর দেওয়া হয় পুলিশে। বিধাননগর ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
অপরদিকে ওই এলাকারই আরেক বাসিন্দা দেবজিৎ ব্যানার্জী জানান, ওই গৃহবধূর স্বামী সকালে বাজারে গেলে গৃহবধু একাই ঘরে ছিলেন। গৃহবধুর স্বামী ঘরে ফিরলে ঘরের মূল দরজা খোলাই পান। গৃহবধূর মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে বলে সন্দেহ প্রকাশ করছেন এলাকাবাসীরা। তবে এটি আত্মহত্যা নাকি খুন নাকি তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।