অন্ডালে প্রৌঢ়ের রহস্য মৃত্যু, খুনের অভিযোগে আটক এক মহিলা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুলাইঃ
এক প্রৌঢ়ের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো অন্ডাল থানার অন্তর্গত ডিভিসি মোড় এলাকায়। মৃত ব্যাক্তির নাম আব্দুল সামাদ(৫৫)। পেশায় ব্যবসায়ী ওই ব্যাক্তি উখরা গ্রামের সফিক নগরের বাসিন্দা ছিলেন। ডিভিসি মোড়ে তাঁর একটি ব্যাটারীর দোকান রয়েছে।
মৃত ওই ব্যাক্তির দাদা সেখ কামরুদ্দিন জানান যে, তাঁর ভাই যে ব্যাটারীর দোকানটি চালাতেন সেই দোকানটির আসল মালিক সেখ মন্টু ও সেখ সফরু। গতকাল অর্থাৎ সোমবার বিকেলে সেখ কামরুদ্দিন জানতে পারেন তাঁর ভাই পড়ে গিয়ে চোট পেয়েছেন। তাঁকে এলাকাবাসীরা গাড়িতে করে প্রথমে অন্ডাল মোড়ে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পড়ে রানীগঞ্জে একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। এরপর কামরুদ্দিন বলেন যে তাঁর ভাইয়ের মৃতদেহ বাড়ি নিয়ে আসার পর প্রতিবেশী দোকানদারদের মুখে তিনি জানতে পারেন যে সেখ সফরুর বাচ্চা মেয়েকে মারধর করছিল সেখ মন্টু। তা দেখতে পেয়ে আব্দুল সামাদ বাধা দিলে তাঁকে রড দিয়ে মারধর করে সেখ মন্টু বলে অভিযোগ। সেই আঘাতেই মৃত্যু হয়েছে আব্দুল সামাদের।
আব্দুল সামাদের দোকানের প্রতিবেশী মইন খান জানান যে, পুলিশের খবর দিলে অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের পাশ থেকে একটি লোহার রড উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সেখ মন্টু। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁর স্ত্রীকে আটক করেছে।