দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর রহস্য মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫জুনঃ
এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিধাননগরে। মৃত ওই ছাত্রীর নাম সৌরিয়া ভারতী যিনি বিহারের বৈশালীপুরের বাসিন্দা ছিল। দুর্গাপুরের বিধাননগরের ওই বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সৌরিয়া কলেজেরই গার্লস হস্টেলে থেকে পড়াশুনা করছিল।
কলেজ সুত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার সকালে পরীক্ষা ছিল সৌরিয়ার। পরীক্ষা দিয়ে দুপুরে সে হস্টেলে ফেরে। সৌরিয়া নিজের রুমে একাই ছিল। এরপর বিকেলে তাঁর অন্যান্য সহপাঠীরা তাঁকে ডাকতে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। এরপর তাঁরা ওই ঘরেরই সংলগ্ন বারান্দা থেকে জানলা দিয়ে দেখতে পায় ঘরের বাথরুমে সৌরিয়ার ঝুলন্ত দেহ। সাথে সাথে তাঁরা চিৎকার করে হস্টেলের নিরাপত্তারক্ষীদের ডাকে। খবর দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকেও। এরপর সৌরিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেওয়ার কিছু সময় পরেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে আসে বিধাননগর ফাঁড়ি ও নিউটাউনশিপ থানার পুলিশ।
খবর দেওয়া হয় ওই ছাত্রীর পরিবারকেও। পুলিশ সৌরিয়ার ঘরটির তল্লাশী চালায়। যদিও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এটি আত্মহত্যা বলে মানতে নারাজ। তবে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতুদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু। পাশাপাশি পুলিশ মৃত্যুর কারন জানতে তদন্তও শুরু করেছে।