বেনাচিতিতে ফল বিক্রেতার রহস্য মৃত্যু, আটক এক মহিলা

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ সেপ্টেম্বরঃ
দুর্গাপুরের বেনাচিতি বাজারের এক ফল বিক্রেতার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ালো বেনাচিতির ব্যবসায়ী মহলে। মৃত ও ফল ব্যবসায়ীর নাম গোবিন্দ হালদার(৫৭)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে পার্শ্ববর্তী নিশানহাট এলাকার এক মহিলা বেনাচিতি বাজারে আসে। তাকে কটূক্তি করে ওই ফল বিক্রেতা আর তারপর দুজনে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এর কিছু সময় পর ওই মহিলা তার ছেলে ও ছেলের বন্ধুদের বিষয়টা জানালে তারা এসে ওই ফল বিক্রেতাকে মারধর করে বলে অভিযোগ। মারধরের চোটে সেখানেই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান গোবিন্দ হালদার। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে ওই ফল বিক্রেতাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে জানান।
এদিকে বিষয়টি জানাজানি হতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে বেনাচিতি বাজারে ব্যবসায়ী মহলে। তাঁরা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন এই ঘটনায় থানায় এখনও লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি তবে ওই মহিলাকে আটক করা হয়েছে। সাথে মহিলার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মৃত ওই ফল বিক্রেতা গোবিন্দ হালদার পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা। ব্যবসার খাতিরে দুর্গাপুরে তিনি একাই থাকতেন বলে জানা গিয়েছে
দুর্গাপুর বনিক সভার সম্পাদক ভোলা সাউ বলেন, ব্যবসায়ীদের মাধ্যমে জানতে পারি গোবিন্দ হালদারকে মারধর করা হয়েছে। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে তদন্তের জন্য জানিয়েছি।