দুর্গাপুরে নার্সিংহোম মালিকের স্ত্রীর রহস্যমৃত্যু, আটক স্বামী
আমার কথা, দুর্গাপুর, ১৪ ডিসেম্বর:
স্ত্রীয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ঘর থেকে। আটক স্বামী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত কালীগঞ্জ এলাকায়।
বুদবুদের রিঙ্কির সাথে বছর সতেরো আগে বিয়ে হয় বিধাননগরের কালীগঞ্জের বাসিন্দা রণবীর শিকদারের সাথে। রণবীর সিকদারের বিধাননগরে একটি নার্সিংহোম চালান। রিঙ্কির বাবার অভিযোগ বিয়ের পর থেকেই রণবীর রিঙ্কিকে সন্দেহ করতো আর তা নিয়ে অশান্তিও লেগে থাকতো নিত্যদিন। এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছোয় গতকাল অর্থাৎ শুক্রবার। রিঙ্কির বাবা ও ও তার সন্তানের একসাথে জন্মদিন পালন হয় গতকাল কালীগঞ্জের বাড়িতে। কিন্তু এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয়। তারপরেই রিঙ্কিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
রিঙ্কির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রনবীর শিকদার। নিউটাউনশিপ থানায় রনবীর শিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আটক করেছে রনবীরকে।
মৃতা মহিলার বাবা আসিস দেবের অভিযোগ, মাঝেমধ্যেই আমার মেয়েকে অত্যাচার করত জামাই। গতকাল আমার মেয়েকে মেরে টানিয়ে দিয়েছে। মৃত্যুর সুবিচার চাইছি। ময়না তদন্তর জন্য রিঙ্কির মৃতদেহ প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতাল পড়ে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতার স্বামীকে জেরা করে পুলিশ রিঙ্কির রহস্যময় মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।