লাউদোহায় গৃহবধূর রহস্যময় মৃত্যু, আটক স্বামী
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৭আগস্টঃ
এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত লস্করবাঁধ এলাকায়। মৃতার নাম রূপা বাগ(৩৪)। মৃতার পরিবাররে অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। আটক করা হয়েছে গৃহবধূর স্বামীকে।
চোদ্দ বছর আগে লস্করবাঁধ এলাকার বাসিন্দা গণেশ বাগের সাথে বিয়ে হয় ওই এলাকারই বাসিন্দা রূপার। ওই দম্পতির দুইট সন্তান রয়েছে, যার মধ্যে একটি মেয়ে ও একটি ছেলে। শুক্রবার বিকেলে নিজের ঘরে রুপাকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরিদপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাকে পাঠানো হয়।
গৃহবধূর বাবার বাড়ির পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের মেয়ের উপর অত্যাচার করছিল শ্বশুরবাড়ির পরিবারের লোকজন। রূপার মা বালা সুত্রধর জানান যে, আজ বিকেলে রূপার বাড়ি থেকে ফোনে তাদের প্রথমে জানানো হয় যে রূপ নাকি বিষ খেয়েছে। পরে আবার বলা হয় সে গলায় দড়ি দিয়েছে।