গৃহবধূর রহস্যমৃত্যু, আটক স্বামী সহ ২
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২০ মার্চঃ
এক গৃহবধুর রহস্যমৃত্যু ঘিরে এলাকায় ছড়ালো উত্তেজনা। ঘটনাটি শ্রীরামপুর পঞ্চায়েতের বাউরী পাড়া এলাকার। মৃতের নাম প্রিয়া বাউরী (২০ )। স্বামীসহ দু জনকে আটক করেছে পুলিশ।
রবিবার এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় শ্রীরামপুর পঞ্চায়েতের বাউরী পাড়ায় ছড়ালো চরম উত্তেজনা। মৃতের নাম প্রিয়া বাউরী। এদিন সকালে শশুর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে ছ’বছর আগে গৌড় বাউড়ি নামে পাড়ার এক যুবকের সাথে ভালোবেসে বিয়ে করে প্রিয়া। তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে। প্রিয়ার বাবা সুভাস বাউরি জানান এদিন সকালে জানতে পারি মেয়ে মারা গেছে। ওর শশুর বাড়ির লোকেরা প্রথমে মেয়ের মৃতদেহ দেখতে বাধা দেয় আমাদের। কিভাবে কখন মেয়ের মৃত্যু হল সেই বিষয়েও শ্বশুরবাড়ি-র কেউ কিছু জানায়নি। মেয়ের দেহের গলায় দাগ রয়েছে। গলায় ফাঁস লাগিয়ে অথবা শ্বাস রোধ করে মেয়েকে শ্বশুরবাড়ির লোকেরা খুন করেছে বলে দাবি করেন সুভাষ বাবু। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয় উত্তেজনা। প্রিয়ার শশুর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। প্রিয়ার স্বামী গৌড় বাউরী ও শশুর কে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।