ট্রাক চালকের রহস্য মৃত্যু, গ্রেফতার ২
আমার কথা, আসানসোল, ১০ অক্টোবর:
বাংলা ঝাড়খণ্ড সীমান্তর ডুবুরডিহি চেকপোষ্টের পার্কিং এর কাছে গুরুতর আহত অবস্থায় এক ট্রাক চালক উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য। কুমারডুবির গাড়িখানা নিবাসী ট্রাক চালক সুবোধ কুমার যাদব ওরফে ছোটুকে (৩১) গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছোটু যাদবের ভাই আশীষ যাদব ঘটনাস্থলে পৌঁছে তার চিকিৎসার জন্যে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করে। তবে সেখানে ছোটুর শারীরিক স্থিতি খারাপ হওয়ায় তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যেখানে চিকিৎসা চলা কালীন ছোটুর মৃত্যু হয় বলে খবর। ছোটুর ভাই আশীষ ষাদব জানিয়েছেন,ছোটুকে নির্দয় ভাবে মারা হয়েছিল। ছোটুর দুই পায়ে গুরুতর আঘাত ছিল এবং বুকে গভীর ক্ষত ছিল। ছোটু মৃত্যুর আগে রবি নামে এক ব্যক্তির নাম বলেছে, যার সাথে তার ভাইয়ের মারপিট হয়। ঘটনাস্থলে ছোটুর সহকারি চালক তথা খালাসী উপস্থিত ছিল। ছোটু রবিবার ঘর থেকে বের হওয়ার সময় বলে যায়, সে গাড়ির কাজ করাতে যাচ্ছে। মৃত যুবকের দুই নাবালক পুত্র ও কন্যা রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কুলটি থানার পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজন কে গ্রেফতার করে মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করে। পুলিশ তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।