অন্ডালে অজ্ঞাত পরিচয় দেহ ঘিরে রহস্য, ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৩সেপ্টেম্বরঃ
খনি এলাকা থেকে এক ব্যাক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হল সাত সকালে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় অন্ডালের পরাশকোল কোলিয়ারী এলাকায়। মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে ওই এলাকার এক স্থানীয় ব্যাক্তি প্রাতঃকৃত্য সাড়তে নির্জন ফাঁকা জায়গায় যান, সেখানে গিয়ে তিনি লক্ষ্য করেন এক ব্যাক্তির ক্ষতবিক্ষত দেহ পরে রয়েছে। সাথে সাথে তিনি এলাকাবাসীদের বিষয়টা জানান। তাঁরা তখন খবর দেন অন্দাল থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সাথে মৃতদেহের পাশ থেকে একটি বাঁশ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান সম্ভবতঃ ওই বাঁশ দিয়েই ওই অজ্ঞাতপরিচয় ব্যাক্তিকে খুন করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে মহনাতদন্তের জন্য হাসপাতালের মর্গা পাঠানো হয়েছে। মৃত ব্যাক্তির নাম পরিচয় জানতে সাথে এই খুনের কারন জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।