নরেন স্থানীয়দের বঞ্চিত করে খনিগুলিতে বহিরাগতদের কাজে ঢুকিয়েছে , অভিযোগ জিতেনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৯এপ্রিলঃ
পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক খোলামুখ খনি। সরকারি এই খনি গুলিতে কয়লা উত্তোলন করে বেসরকারি সংস্থা। এই খনি গুলিতে শ্রমিক হিসেবে কাজ করে বহিরাগতরা। তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে স্থানীয়দের বঞ্চিত করে কাজে নিয়োগ করা হয় বহিরাগতদের বলে অভিযোগ করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তেওয়ারি। শুক্রবার বাঁকোলায় দলের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগে সরব হন তিনি।
জিতেন্দ্র বাবু জানান স্থানীয়দের বঞ্চিত হওয়ার বিষয়টি আগে জানা ছিল না। ২০১৬ সালে বিধায়ক হওয়ার পর বিষয়টি নজরে আসে। বলেন এলাকায় চার-পাঁচটি খোলামুখ খনি রয়েছে । খনি গুলিতে প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। স্থানীয় শ্রমিক নামমাত্র, বেশিরভাগই বহিরাগত। বহিরাগত শ্রমিকরা বীরভূমের বাসিন্দা। অর্থের বিনিময় তৃণমূলের ব্লক সভাপতি বহিরাগতদের কাজে নিয়োগ করেন বলে অভিযোগ করেন জিতেন্দ্রর বাবু। বলেন ব্লক সভাপতির সাথে এই বহিরাগত নিয়োগের যোগ হয়েছে বীরভূমের তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। জিতেন বাবু বলেন স্থানীয়দের নিয়োগের দাবিতে আগেই সরব হয়েছি। নির্বাচনে জিতে বিধায়ক হলে বহিরাগতদের জায়গায় স্থানীয়দের নিয়োগের বিষয়টিকে প্রাথমিকতা দেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে বীরভূমের দলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল হরিপুর ও লাউদোহায় দুটি জনসভা করেন। সেই সভায় বক্তৃতায় অনুব্রত বাবু কটাক্ষ করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে। বেইমান মীরজাফর বলে সম্বোধন করেন তাকে। সেই প্রসঙ্গে আজ জিতেন্দ্র বাবু বলেন এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হারলে খনিতে বীরভূমের লোকজনদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে। সেই আতঙ্ক ও হতাশায় অনুব্রত বাবু উল্টোপাল্টা কথা বলছেন। পাশাপাশি তিনি জানান আগামী ১১ তারিখ বিধানসভা কেন্দ্রের ৪৯ টি শক্তিকেন্দ্রে খনিতে স্থানীয়দের নিয়োগের দাবিতে মিছিল হবে। আর ১৯ তারিখ হরিপুরে যে মাঠে অনুব্রত মন্ডল বৃহস্পতিবার সভা করেছে সেই মাঠেই নির্বাচনী জনসভা করবে বিজেপি।