পান্ডবেশ্বরে মুখোমুখি নরেন-জিতেন, ‘খেলা হবে’ মত রাজনৈতিক পর্যবেক্ষকদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৮মার্চঃ
আসন্ন একুশের বিধানসভা নির্বাচনে এবার পশ্চিম বর্ধমান জেলার ন’টি বিধানসভা আসনের মধ্যে এবার আকর্ষণীয় কেন্দ্র নিঃসন্দেহে পাণ্ডবেশ্বর আসন টি। এই কেন্দ্রটিতে তৃণমূলের হয়ে লড়ছেন দলের ব্লক সভাপতির নরেন্দ্রনাথ চক্রবর্তী। ইতিমধ্যেই ওই কেন্দ্রে বামেরাও তাদের প্রার্থী দিয়ে দিয়েছেন সুভাষ বাউড়িকে। বৃহস্পতিবার বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেল এই কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতার করবেন এক সময়ের তৃণমুলেরই ওই কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী। ফলে এক সময়ের একই দলের দুই সহযোগীর মধ্যে ভালোই “খেলা হবে” বলে মত এলাকার রাজনৈতিক বিশেষজ্ঞদের।
২০১১ সালে এই কেন্দ্রটিতে জিতেছিলেন সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। ২০১৬ সালে সিপিএম প্রার্থীকে পরাজিত করে জয়ী হন তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি। গত দু’বার কেন্দ্রটিতে মূল লড়াই হয়েছিল বামেদের সাথে তৃনমূলের। তবে একুশের এই লড়াইটা মূলত তৃণমূলের সাথে বিজেপি-র হবে বলে মত এলাকার রাজনৈতিক বিশেষজ্ঞদের।
উল্লেখ্য গত বার এই কেন্দ্র থেকে তৃণমূল প্রতীকে জিতেন বাবু জিতলেও সম্প্রতি তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। একই দলে থাকার সময় কালে নরেন ও জীতেন বাবুর সম্পর্ক কখনোই ছিল না মসৃন। একসময়ের দুই সহযোদ্ধা এবার ভোটের লড়াইয়ে ময়দানে মুখোমুখি হওয়ায় লড়াই আকর্ষণীয় হবে বলে মত ভোটারদের। তবে লড়াইয়ে ‘শেষ হাসি’ কে হাসবে তা অবশ্য ফলাফলের পরেই জানা যাবে।