বিজেপি বিধায়কের নেতৃত্বে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ
আমার কথা, দুর্গাপুর, ২৬ ফেব্রুয়ারী:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও এর ডাক দিয়েছে বিজেপি। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করে দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলো এই সমর্থকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এর নেতৃত্বে ফরিদপুর ফাঁড়ির সামনে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। যার জেরে প্রায় ১৫মিনিট ধরে অবরুদ্ধ হয়ে পড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক। পুলিশের হস্তক্ষেপে অবশেষে উঠে যায় অবরোধ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পাশাপাশি এদিন তাঁরা এ-জোন ফাঁড়ি, ওয়ারিয়া ফাঁড়ি ও কোকওভেন থানা ঘেরাও কর্মসূচীতেও সামিল হন।
তাছাড়া এদিন দুপুর দেড়টা নাগাদ কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন কাঁকসা হাটতলা থেকে মিছিল করে এসে কাঁকসা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিক্ষোভের পাশাপাশি এদিন কাঁকসা থানার পুলিশের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।
এদিন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, কাঁকসা দু’নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী সহ কাঁকসা দু’নম্বর মন্ডলের কর্মী সমর্থকরা।