দুর্গাপুরে হতে চলেছে জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতা
আমার কথা, দুর্গাপুর, ১৫ ডিসেম্বর:
সারা বাংলা দাবা সংস্থা এবং পশ্চিম বর্ধমান দাবা সংস্থা, সেইল এবং অল স্পোর্টস ফাউন্ডেশনের সাথে আগামী ১৭ ই ডিসেম্বর থেকে ২৩ শে ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরের সিধু – কানহু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ৩৭ তম জাতীয় স্তরের অনূর্ধ্ব-১৩ ছেলে এবং মেয়েদের নিয়ে দাবা চ্যাম্পিয়নশিপ। লক্ষ দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তোলা এবং দাবা খেলার প্রতি প্রত্যেকের মধ্যে আকর্ষণ তৈরি করা। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সিঁধু – কানহু ইন্ডোর স্টেডিয়ামে ৩৭ তম জাতীয় অনূর্ধ্ব ১৩ ছেলে এবং মেয়েদের দাবা চ্যাম্পিয়নশিপের আয়োজন নিয়ে আয়োজকদের পক্ষ থেকে শনিবার দুপুরের দিকে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করা হয়। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই দাবা প্রতিযোগিতার পুরস্কার মূল্য ৮ লক্ষ টাকা। চারশোর বেশি দাবা খেলোর,৩৭ তম জাতীয় অনূর্ধ্ব ১৩ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। দাব প্রতিযোগিতার আয়োজন করতে আনুমানিক খরচ হবে ২০ থেকে ২৫ লক্ষ টাকা। এই দাবা চ্যাম্পিয়নশিপের লক্ষ্য প্রতি বছর বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া দাবা চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করার জন্য , শীর্ষস্থানীয় খেলোয়ারদের নির্বাচন করা। এটি বিশ্ব অনূর্ধ্ব ১৩ দাবা চ্যাম্পিয়নশিপের পাশাপাশি এশিয়াদাবা চ্যাম্পিয়নশিপের জন্য একটি নির্বাচনী টুর্নামেন্ট। টুর্নামেন্টে ২৮ টি রাজ্যের দাবা খেলোয়াড়েরা অংশগ্রহণ করবেন। এদিনে সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, টুর্নামেন্টের কার্যকরী কমিটির সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে হতে চলা ৩৭ তম অনূর্ধ্ব ১৩ জাতীয় স্তরের দাবা চ্যাম্পিয়নশিপ নিয়ে সুব্রত বাবু জানান, অনুর্ধ্ব ১৩ প্রতিযোগীতা এই প্রথম দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে। এখানে যারা বিজয়ী হবে তারা জাতীয় স্তরে অংশ নেবে।