দুর্গাপুরে শুরু হল জাতীয় স্তরের শীতকালীন ক্যারাটে শিবির
আমার কথা, দুর্গাপুর, ২৮ ডিসেম্বরঃ
বর্তমান যুগে মহিলাদের পদে পদে বিপদ। নানা রকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। পর নির্ভরশীল না হয়ে দরকার আত্ম্রক্ষার, আর এই আত্ম্রক্ষার জন্য দরকার যথাযথ প্রশিক্ষন। এই বিষয়টি মাথায় রেখে অল ইন্ডিয়া আশিহারা ক্যারাটে সংস্থার উদ্যোগে দুর্গাপুরে শুরু হলো ,সারা ভারত শীতকালীন ক্যারাটে ক্যাম্প। শুক্রবার শীতকালীন এই ক্যারাটে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন হলো । চলবে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে , ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রায় ৩০০ জন ছেলে মেয়েরা এই শীতকাল ক্যারাটে প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। ক্যারাটের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এখানে অনুশাসন বিষয়ের উপরেও প্রশিক্ষণ দেওয়া হবে । উদ্দেশ্য ক্যারাটের প্রশিক্ষণ নেওয়া ছেলে-মেয়েদের মধ্যে ,নিজেদের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি বিভিন্ন আকস্মিক দুর্ঘটনা থেকে নিজেদের আত্মরক্ষা করা যায় তারপর শিক্ষন দেওয়া।
প্রসঙ্গতঃ আত্মরক্ষার ক্ষেত্রে ক্যারাটের গুরুত্ব অপরিসীম । বিশেষ করে বাঙালি পরিবারে ছোটদের শুরু থেকে নাচ, গান, আবৃত্তি ও আঁকা শেখানোর রেওয়াজ থাকলেও। তাতে যোগ হয়েছে আরো অনেক পালক। তার মধ্যে ক্যারাটে একটি। বর্তমানে স্বাস্থ্য সচেতনতা ও নানান ভয়ানক পরিস্থিতির কারণে ইদানিং এই মার্শাল আর্টসের জনপ্রিয়তা ও প্রশিক্ষণ নেওয়ার প্রবণতা দিন দিন বেড়েছে। মূলত শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষার কৌশল শেখানোর জন্যই ক্যারাটে স্কুলে সন্তানদের ভর্তি করেন অভিভাবকের।
এদিন সকালে পুজো পাঠ ও স্বর্গীয় জাপানের কাঞ্চো হিদেউকি আশিহারার ছবিতে মাল্যদান ও ক্যারাটে সংস্থার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে , শীতকালীন ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে রাম সেবক সাহু, মানিক মৈত্র , পঙ্কজ দুবে, নিখিল কুমার দাস সহ অন্যান্যরা। ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজনের বিষয়ে রাম সেবক সাহু বলেন , নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে ক্যারাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া একান্ত প্রয়োজন । বর্তমানে ক্যারাটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সংস্থার পক্ষ থেকে নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে ক্যারাটে প্রশিক্ষণের বিষয়টিকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে । পাশাপাশি বিভিন্ন জায়গায় ক্যারাটের অনুশীলন কেন্দ্র খোলার চেষ্টা চলছে