নওশাদ সিদ্দিকিকে চক্রান্ত করে আটকে রাখা হয়েছেঃ বিমান বসু
আমার কথা, আসানসোল ২২ ফেব্রুয়ারীঃ
নওশাদ সিদ্দিকীকে জেল হেফাজতে রাখা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তাকে চক্রান্ত করে আটকে রাখা হয়েছে। বিধানসভার অধিবেশন চলছে। এই অবস্থায় তিনি বিধানসভায় যোগ দিতে পারলেন না। ভাঙরে আক্রমণকারীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে আর তাঁকে আটকে রেখে দেওয়া হয়েছে।
আসানসোলের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন বরসিয়ান বাম নেতা বিমান বসু ।
পাহাড়ের বন্ধ প্রসঙ্গে বিমানবাবু বলেন, বন্ধ ডাকাটা একটা ছেলে খেলার মত বিষয় হয়ে যাচ্ছে। গোটা রাজ্যের ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবেন আর পাহাড়ের ছেলেরা দেবেন না, এটা তো হতে পারে না।
শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন শিক্ষাক্ষেত্রে যা দুর্নীতি হয়েছে স্বাধীনতার পর ভারতবর্ষে হয়েছে কিনা জানিনা, তবে বাংলায় এই ধরনের দুর্নীতি হয়নি।
এছাড়া কাকু প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি