দুর্গাপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী, হাসপাতালে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩মার্চঃ
সাড়ে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ওই শিশুটিরই প্রতিবেশির বিরুদ্ধে। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৫নং ওয়ার্ডের গোঁসাইনগর এলাকায়। স্থানীয়রা জানান অভিযুক্ত বাবু ঘোষের স্ত্রী ভগবতী ঘোষ একজন স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটির মায়ের অভিযোগ, মঙ্গলবার শিশুটি অভিযুক্ত বাবু ঘোষের ঘরে খেলতে গেছিল, এরপর যখন শিশুটির মা শিশুটির খোঁজ করতে অভিযুক্তের ঘরে যায় তখন তিনি দেখেন অভিযুক্ত তার মেয়েকে যৌন নির্যাতন করছে। তখন তিনি অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। এরপর শিশুটিকে রাতেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ হাসপাতালে রাতে নিয়ে ভর্তি করা হলেও পরেরদিন অর্থাৎ বুধবার দুপুর পর্যন্ত্য শিশুটির কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি হাসপাতালের তরফে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সিশুটির আত্মীয় পরিজনেরা। তাঁরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যায় বিজেপি নেতৃত্ব। কেন চিকিৎসার ব্যবস্থা করা হয়নি এই প্রশ্ন তুলে তারাও শিশুর পরিবারের সাথে বিক্ষোভে সামিল হন। হাসপাতাল সুপার ডঃ ধীমান মণ্ডলের চেম্বারেও বিক্ষোভ দেখাতে থাকেন।
শিশুটির মায়ের আরো অভিযোগ, চিকিৎসা না করে তার মেয়েকে হাসপাতালে এভাবে ফেলে রাখাতে শিশুটির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করেছে।
এই ঘটনার বিষয়ে হাসপাতাল সুপার ডঃ ধীমান মণ্ডল বলেন তিনি বিষয়টি শুনেছেন আর এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে, পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতির।