কাঁকসায় এলেন নতুন মহিলা বিডিও
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১০জুনঃ
বদলি হলেন কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য। তার পরিবর্তে কাঁকসা বিডিও পদে নিযুক্ত হলেন পার্নো দে। শুক্রবার কাঁকসা বিডিও অফিসে বিডিও সুদীপ্ত ভট্টাচার্যকে ফেয়ারওয়েল দিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস।
ছাড়াও ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী ও রমেন্দ্রনাথ মন্ডল সহ এলাকার বিশিষ্টজনেরা।
এদিন পূর্বতন বিডিও সুদীপ্ত ভট্টাচার্যকে ফেয়ারওয়েল জানানোর পাশাপাশি বিডিও পদে সদ্য নিযুক্ত পার্নো দে কে স্বাগতম জানানো হয়।
পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে কাঁকসার বিডিও পদে নিযুক্ত ছিলেন সুদীপ্ত ভট্টাচার্য। ইতিমধ্যে বদলির নির্দেশ চলে এসেছে। তাই সুদীপ্ত ভট্টাচার্যের জায়গায় নতুন বিডিও হিসাবে নিযুক্ত হয়েছেন পার্নো দে।
তাই একসাথে পূর্বতন এবং নতুন বিডিও কে কাছে পেয়ে দুই বিডিওকে এক সাথেই সম্বর্ধনা জানানো হয়।