উদ্বোধনের আগের রাতে আগুনে পুড়ে গেল দোকানঘর, লাউদোহায় প্রতিবাদে অবরোধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৩১জুলাইঃ
আগুন লেগে পুড়ে গেল একটি নতুন গুমটি দোকান ঘর আর তা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত নতুন ডাঙ্গা এলাকায়। ইচ্ছাকৃত আগুন লাগানো হয়েছে এমনই অভিযোগ তুলে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে এলাকায় পথ অবরোধ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকারই বাসিন্দা আনন্দ মুখার্জী গোগলা পঞ্চায়েতের অন্তর্ভুক্ত নতুন্ডাঙ্গা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় একটি নতুন গুমটি দোকান ঘর করেছেন যা আজ অর্থাৎ শুক্রবার থেকে চালু করার কথা ছিল। সেই মতো নতুন দোকানে কয়েক হাজার টাকার সামগ্রী রেখেছিলেন। কিন্তু আজ আনন্দবাবু যখন দোকান খুলতে যান তখন দেখেন তাঁর দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আনন্দবাবুর অভিযোগ তাঁর সাথে শত্রুতা করে কেউ বা কারা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়েছে তাঁর দোকানে। এরপর বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পরে উত্তেজনা। দোষীদের সাস্তির দাবি জানিয়ে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা পথ অবরোধ করেন। পরে ফরিদপুর থানার পুলিশ গিয়ে বিষয়টি দেখার আশ্বাস দিলে ঘন্টা খানেক অবরোধ চলার পর সেই অবরোধ উঠে যায়।