মাওবাদী যোগের অভিযোগে মানবাধিকার নেত্রীর বাড়িতে এনআইএ অভিযান
আমার কথা, আসানসোল, ১ অক্টোবরঃ
আসানসোলে এনআইএ অভিযান এক মানবাধিকার নেত্রীর ভাড়াবাড়িতে। মাওবাদী যোগের অভিযোগে এই অভিযান বলে সূত্রের খবর। ওই নেত্রীর বাড়ি থেকে কম্পিউটার হার্ড ডিক্স, মোবাইল ফোন সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা।
২০২২ সালে মাওবাদীদের পুরনো একটি মামলায় মঙ্গলবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় একসাথে অভিযান চালায় এনআইএ ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্। সেই মামলাতে এদিন সকালে আসানসোলের কুলটি থানার ডিসেরগড় গ্রামের একটি বাড়িতেও চলে অভিযান। সূত্র মারফত জানা যায় সুভাষ ভান্ডারী নামে এক ব্যক্তির বাড়িতে বেশ কয়েক বছর ধরে ভাড়া থাকেন সুদীপ্তা পাল নামে এক মহিলা। তার বাড়িতেই এদিন হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের একটি দল। সুদীপ্তা দেবী এলাকাতে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত। এছাড়াও চুক্তিভিত্তিক খনি শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কাজ করা “অধিকার” নামে একটি সংগঠনেরও নেত্রী তিনি।
সুদীপ্তা পাল সংবাদ মাধ্যমকে বলেন, একটি মিথ্যা মামলায় অভিযানের নামে তাকে হেনস্থা করা হয়েছে। ২০২২ এর রাঁচির মাওবাদি মামলায় তার বাড়িতে অভিযান চালিয়েছে এনআইএ। অথচ মাওবাদিদের সাথে তার কোনো যোগ নেই বলে বলেন। তিনি তাদের চেনেনও না। তারপরেও তার মোবাইল ও কম্পিউটারের হার্ডডিক্স বাজেয়াপ্ত করা হয়েছে, যে দুটি সামগ্রী তার অত্যন্ত কাজের।
অন্যদিকে সুদীপ্তা পাল ডিসেরগড়ের যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়িওয়ালা জানিয়েছেন সুদীপ্তা পাল গত প্রায় তিনবছর ধরে তাদের বাড়িতে ভাড়া থাকেন। তিনি ঠিকা শ্রমিকদের নিয়ে অধিকার ইউনিয়ন গড়ে তূলেছেন এবং তাদের দাবি আদায়ে নানান কর্মসূচি গ্রহণ করেন।