মানুষের মঙ্গলকামনায় পানাগড়ে নয়দিন ব্যাপি মহাযজ্ঞ
এলাকার মানুষের মঙ্গল কামনায় ৯দিন ধরে শুরু হলো পানাগড় বাজারের কমিউনিটি হল সংলগ্ন এলাকায় মহাযজ্ঞ।
এদিন সকালে কয়েকশো মহিলাকে নিয়ে কলস যাত্রা বের হয়।
পানাগড়ের রেল স্টেশন সংলগ্ন পুকুর থেকে জল নিয়ে কলস যাত্রা পানাগড় বাজারের স্টেশন রোড হয়ে কমিউনিটি হলের সামনে কলস যাত্রা শেষ হয়।
এদিন কলস যাত্রা চলা কালীন পানাগড় বাজারের চৌমাথা মোড়ে এদিন রোড পুজো করা হয় যাতে দুর্ঘটনা কম হয় ওই রাস্তায়।
উদ্যোক্তারা জানিয়েছেন ভিন রাজ্য থেকে পুরোহিত ও পন্ডিত দের ডাকা হয়েছে যজ্ঞ করার পর যাতে এলাকায় শান্তি বজায় থাকে,সকলের যাতে মঙ্গল হয়।