যেতে হবে না আর আসানসোলে, এবার দুর্গাপুরেও খোলা হল সাইবার সেল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১অক্টোবরঃ
স্মার্ট ফোনের যুগে একদিকে যেমন মানুষ খুব অল্প সময়ের মধ্যে ঘরে বসেই ফোনের মাধ্যমে পেয়ে যাচ্ছে নানা পরিষেবা, তেমনি আবার এই অনলাইন পরিষেবা পেতে গিয়ে নানা বিপদের মধ্যেও পড়তে হচ্ছে তাদের। বাড়ছে সাইবার ক্রাইম। শিল্পাঞ্চল দুর্গাপুরেও ক্রমশই সাইবার ক্রাইম বাড়ছে, আর এই ক্রাইমের মধ্যে যারা পড়েন তাদের এই সংক্রান্ত সমস্যার অভিযোগ জানাতে ছুটতে হতো আসানসোলে। ফলে একদিকে সাইবার ক্রাইমের শিকার হয়ে হয়রানি তার সাথে বাড়তি হয়রানি বার বার আসানসোলে দৌড়োনো। এবার সেই হয়রানি থেকে মুক্তি পেলো দুর্গাপুরের বাসিন্দারা। আর আসানসোল নয়। এবা দুর্গাপুরেই হবে সাইবার ক্রাইমের তদন্ত আর তার জন্যই দুর্গাপুর থানায় খোলা হল সাইবার সেল। আজ বুধবার পঞ্চমীর দিন দুর্গাপুর থানায় এই সাইবার সেলের উদ্বোধন হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুকেশ জৈন, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারী, দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের হাত দিয়ে।
পুলিশ কমিশনার সুকেশ জৈন জানান, “অনলাইন কানেকশন অনেক বেড়ে গেছে বলে দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। আগে দুর্গাপুরের মানুষজনকে এই জন্য আসানসোলে ছুটতে হতো। এবার দুর্গাপুরে সাইবার সেল হয়ে যাওয়াতে দুর্গাপুরবাসীকে আর আসানসোলে ছুটতে হবে না। এখানের মানুষজন চটজলদি আর বাড়তি পরিষেবা পাবে। এর জন্য আমাদের পক্ষ থেকে মানুষজনকে সচেতনও করা হবে।”
এছাড়াও পাশাপাশি এদিন দুর্গাপুরের ৫০ জন দুঃস্থ মহিলাকে পুজো উপলক্ষ্যে নতুন বস্ত্র দান করা হয় পুলিশের পক্ষ থেকে।