খনি অঞ্চলে প্রথমদিনই গরহাজির তৃণমূল-বিজেপি, মনোনয়ন জমা শুধু বামেদের
আমার কথা, লাউদোহা, ৯ জুন:
আগামী ৮-জুলাই হবে পঞ্চায়েত ভোট। আজ থেকে শুরু হলো মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া। এদিন মনোনয়নপত্র জমা দেওয়া হয় বামেদের পক্ষ থেকে।
বৃহস্পতিবার ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট। আজ শুক্রবার শুরু হয়ে গেল মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া। মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়া নিয়ে এদিন খনি অঞ্চলের অন্ডাল, পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকে দেখা যায় বিশেষ তৎপরতা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রতিটি বিডিও অফিস চত্বরে মোতায়েন ছিল পুলিশ। বিডিও অফিস ও অফিস সংলগ্ন জায়গায় বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। অবাঞ্ছিতদের প্রবেশ রুখতেই এই ব্যবস্থা। মনোনয়ন ছাড়াও অন্যান্য কাজে এদিন যারা বিডিও অফিস এসেছিলেন জিজ্ঞাসাবাদের পরেই পুলিশ তাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়। নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো।
এদিন মনোনয়নপত্র তোলা ও জমা নেওয়া হয় বেলা ১১ টা থেকে তিনটে পর্যন্ত। প্রথম দিন শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি দলের পক্ষ থেকে কোনো মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি বলে সূত্রের খবর। তবে অন্ডাল, পাণ্ডবেশ্বর ও লাউদোহা তিনটে ব্লক অফিসেই এদিন মনোনয়ন পত্র তুলতে ও জমা দিতে দেখা যায় বামেদের। অন্ডাল ব্লকে এদিন মোট ১২ টি মনোনয়নপত্র জমা দেয় বাম প্রার্থীরা। এর মধ্যে খান্দরা পঞ্চায়েতে জমা পড়ে ৬ জন বাম প্রার্থীর মনোনয়ন পত্র। পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর, কেন্দ্রা, ছোড়া ও বহুলা পঞ্চায়েতে বাম প্রার্থীরা এদিন মোট ন’টি মনোনয়নপত্র জমা দেন। সেই সাথে পঞ্চায়েত সমিতির জন্য একটি মনোনয়নপত্র জমা দিয়েছে বামেরা। অন্যদিকে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর, লাউদোহা ও ইচ্ছাপুর পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতার জন্য একটি করে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বামেদের।