পান্ডবেশ্বরে জিতেন তিওয়ারীকে ভোট না দেওয়ার আবেদনে পোস্টার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৫এপ্রিলঃ
নির্বাচনের ২৪ ঘণ্টা আগে পান্ডবেশ্বর বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী জিতেন তেওয়ারি-কে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার পড়ায় এলাকায় ছড়াল চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে পাণ্ডবেশ্বর এলাকার কেন্দ্রা,পরাশকোল, বৈদ্যনাথপুর সহ কয়েকটি জায়গায় এই পোস্টার গুলি দেওয়ালে সাঁটা ও রাস্তায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। ছাপানো এই পোস্টার গুলিতে কোন সংগঠনের নাম নেই। পোস্টারের উপর অংশে লেখা আছে প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি কে চার্জশিট। তারপরই লেখা আছে এক /এলাকার কুখ্যাত কয়লা ও বালি মাফিয়া, দুই/ ইসিএলের পরিবহন দুর্নীতিতে যুক্ত, তিন/ খনিতে চুক্তি ভিত্তিক কাজ পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া, চার/ বেসরকারি খোলামুখ খনির নিয়োগ দুর্নীতি। শেষ অংশে লেখা হয়েছে তৃণমূল এই সব অনৈতিক কাজ সমর্থন না করায় ত্যাগকারীর পক্ষে কেউ ভোট করবেন না। পোস্টার প্রসঙ্গে জিতেন্দ্রর কোনো প্রতিক্রিয়া পাওয়া যাযনি।
তবে স্থানীয় এক তৃণমূল জানান যে বা যারাই এই কাজ করে থাকুক তবে পোস্টারের অভিযোগগুলো সত্য। উল্লেখ্য তৃণমূলে থাকার সময়ও জিতেন তেওয়ারির বিরুদ্ধে একাধিকবার এলাকায় পোস্টার পড়েছে। সেসময় পোস্টার কাণ্ডকে গুরুত্ব দেয়নি কোন পক্ষই। তবে এবার ভোটের ২৪ ঘণ্টা আগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ।