শুধু সীমান্তে নয়, এবার কাঁকসায় ‘করোনা’ শত্রু মোকাবিলায় দুঃস্থদের পাশে দাঁড়ালেন এক সেনাকর্মী
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯মার্চঃ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারত জুড়ে চলছে লকডাউন। লকডাউনের প্রভাবে যাতে ঘরে খাদ্য সংকট না দেখা দেয় তার জন্য যার যেমন সামর্থ সে সেভাবে ঘরে অত্যাবশ্যকীয় জিনিসপত্র মজুত করছেন। কিন্তু লকডাউনের প্রভাবে বিপদে পড়েছেন দুঃস্থ মানুষজন। যার মধ্যে রয়েছেন মূলতঃ ভিক্ষুক, পথশিশুরা। খাদ্যের অভাবে তাঁরা জেরবার। তাই তাদের কথা ভেবে একদিকে যেমন বহু স্বেচ্ছেসেবী সংস্থা এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াচ্ছে তেমনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুরের বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ এই সমস্ত দুঃস্থ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে শুধু রাজ্যের পুলিশ নয়, এবার পুলিশ প্রশাসনের পাশে এসে দাঁড়ালেন এক সেনাকর্মী। দেশের বাইরের শত্রু মোকাবিলায় যারা তাদের দায়িত্ব যে শুধু সেখানেই সীমাবদ্ধ তা কিন্তু মোটেও নয়। আজ করোনা ভাইরাস শুধু এই দেশের নয় সারা পৃথিবীর শত্রু আর তাই এখন সবার পাশে দাঁড়ানোটাই প্রথম কর্তব্য মনে করে দুঃস্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কাঁকসার বনকাটি পঞ্চায়েতের এগারো মাইল গ্রামের বাসিন্দা সেনা কর্মী নিমেশ রায়। পাঞ্জাবে বর্তমানে তিনি কর্মরত । কিন্তু ছুটিতে বাড়িতে এসেছেন। বাড়ি ফিরে আশেপাশের পরিস্থিতি দেখে তিনি দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করার সিদ্ধান্ত নেন। সেই মতো নিজের উদ্যোগে আজ অর্থাৎ রবিবার ৭০ জন অসহায় মানুষের হাতে চাল, ডাল ও আলু তুলে দেন।