দুর্গাপুর পুলিশের জালে কুখ্যাত বাইক চোর, উদ্ধার দুটি চুরি যাওয়া বাইক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০আগস্টঃ
চুরি যাওয়া বাইক উদ্ধার হল কুখ্যাত বাইক চোরকে জেরা করে। দুর্গাপুর পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত বাইক চোর সেখ নবি। সাথে উদ্ধার হয়েছে চুরি যাওয়া দুটি বাইক। ধৃতকে দুর্গাপুর আদলতে তোলা হলে পুলিশী হেফাজতের নির্দেশ দেয় আদালত।
জানা গেছে, দুর্গাপুরে বিভিন্ন সময়ে বাইক চুরির ঘটনা ঘতে আর সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গোপন সুত্র মারফত এই কুখ্যাত বাইক চোর সেখ নবির সন্ধান পায়। সেখ নবি দুর্গাপুর থানার অন্তর্গত আমরাই গ্রামের বাসিন্দা। এরপর পুলিশ সেখ নবির বাড়িতে হানা দেয় চলতি মাসের ৭ তারিখে। তাকে পরেরদিন অর্থাৎ ৮ তারিখ দুর্গাপুর আদলতে পেশ করা হয় পুলিশী হেফাজতের আবেদন করে। আদালত তা মজুর করে। এরপর তাকে পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেই জিজ্ঞাসাবাদে সেখ নবি দুর্গাপুর থেকে চুরি যাওয়া দুটি বাইকের স্বন্ধান জানায়। পুলিশ সুত্রে জানা গেছে, বাইক দুটি ওই দুষ্কৃতির বাড়ি থেকেই উদ্ধার হয়েছে। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে যে সে আরো কোনো বড় সক্রিয় বাইক চুরির গ্যাংয়ের সাথে যুক্ত আছে কিনা।