ব্যবসায়ী অপহরণের চেষ্টা সহ একাধিক অপরাধে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার সুবোধ
আমার কথা, আসানসোল, ৩০ জুনঃ
সিআইডির জালে গ্যাংস্টার সুবোধ সিং। রানীগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে ডাকাতির চেষ্টার কেসে বিহারের বেউড় জেল থেকে ট্রানজিস্ট রিমান্ডে এনে তাকে রবিবার পেশ করায় আসানসোল আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে রিমান্ডের আবেদন জানায় সিআইডি।
২০২২ সালে রানীগঞ্জের প্রতিষ্ঠিত সোনার ব্যবসায়ী সুন্দর ভালোটিয়াকে অপহরণ করে ডাকাতীর চেষ্টা হয়। সেই কেসে উঠে আসে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর নাম। এই কেসটির তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশের সিআইডি। সম্প্রতি সিআইডির একটি দল পার্টনার বেউড় জেলে যায় ঘটনায় জড়িত সুবোধ সিং কে জিজ্ঞাসাবাদ করতে। জেল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। ট্রানজিস্ট রিমান্ডে সুবোধ সিংকে নিয়ে আসা হয় আসানসোলে। রবিবার আসানসোল আদালতে বিচারকের এ জেলাসে পেশ করা হয় সুবোধ সিং কে। জিজ্ঞাসাবাদ এর জন্য ধৃত নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
উল্লেখ্য সুবোধ সিং কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত। পশ্চিমবাংলার সহ সাতটি রাজ্যে রয়েছে তার নামে একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ। ২০০০ সালে ব্যারাকপুরের মনিষ শুক্লা হত্যা মামলায় সুবোধ এর নাম জড়ায়। ২০১৭ সালে আসানসোলে মুথুত ফাইনান্সে ডাকাতির ঘটনা প্রায় ৫২ কেজি সোনার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনাতেও উঠে আসে সুবোধ সিং গ্যাং এর নাম। সম্প্রতি ব্যারাকপুরের বেলঘড়িয়া রথতলা এলাকার ব্যবসায়ী অজয় মন্ডলের কাছ মোটা টাকা তোলা দেওয়ার হুমকি ফোন আসে। তার গাড়ির লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এলাকার অন্য এক বিরিয়ানি ব্যবসায়ীর কাছেও তোলা চেয়ে ফোন আসে। এই ঘটনা তো উঠে আসে সুবোধ সিংএর নাম। এমনকি সম্প্রতি রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনাতেও সুবোধ জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। বেশ কয়েক বছর ধরে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং রয়েছেন পার্টনার বেউর জেলে বন্দী। জেলে বসেই তিনি গ্যাং চালান বলে অভিযোগ। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে তার গ্যাং এর সদস্যরা। জেল থেকে তার নির্দেশমতো গ্যাং এর সদস্যরা বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি, সোনার দোকানে ডাকাতির পাশাপাশি তোলাবাজি সুপারি নিয়ে খুন, অপহরণের কাজ করে বলে অভিযোগ। হেফাজতে নিয়ে সিআইডির তদন্তকারীরা, সুবোধের কাছ থেকে আরও কি তথ্য পাই এখন সেটাই দেখার।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সুবোধ সিং। তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন।