এবার যেকোনো এটিএম থেকে কার্ড ছাড়াই তোলা যাবে টাকা
আমার কথা, বিশেষ সংবাদ, ৯ এপ্রিলঃ
ডেবিট কার্ডের দিন শেষ। এবার থেকে এটিএম কার্ড ছাড়াও তোলা যাবে নগদ টাকা। শুরু হতে চলেছে কার্ডলেস পরিষেবা। ইউপিআই-এর মাধ্যমে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। শীঘ্রই চালু হতে চলেছে সেই ব্যবস্থা। শুক্রবার এমনটাই জানালেন আরবিআই (RBI) গভর্নর শক্তিকান্ত দাস।
এই প্রসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র হাতেগোনা কয়েকটি ব্যাঙ্কেই কার্ড ব্যবহার না করেই টাকা তোলার সুবিধে রয়েছে।
এবার সব এটিএম-এই ইউপিআই ব্যবহার করে টাকা তোলার সুবিধে চালু করা হবে।
শুক্রবার আরবিআই-এর তরফে জানানো হযেছে, কার্ড ছাড়াই নগদ অর্থ তোলার ব্যবস্থা চালু হলে ক্লোনিংয়ের মতো অপরাধ কমবে। রাশ টানা যাবে জালিয়াতির ঘটনায়। দেশের সব ব্যাঙ্ক এবং এটিএমে কার্ড ছাড়াই নগদ অর্থ তোলার বিষয়টি জনপ্রিয় করে তোলার জন্য ইউপিআইয়ের মাধ্যমে গ্রাহকদের অনুমোদন প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সাথে অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি সাথে থাকতে হবে, কারন ওই নাম্বারে ওটিপি যাবে। এটিএম নেটওয়ার্কের মাধ্যমে এই লেনদেন হবে।