প্রেমে আপত্তি, দুর্গাপুরে প্রেমিকার দাদার ছুরিতে জখম প্রেমিকের দাদা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮আগস্টঃ
মাসতুতো বোন দিপুর সাথে দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল দুর্গাপুরের ১নং ওয়ার্ডের রঘুনাথপুরের বাসিন্দা প্রশান্ত ঘোষের। কিন্তু এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছিল না দিপুর মাসতুতো দাদা আকাশ ভদ্র। আর এই মেনে না নিতে পারার জেরে ছুরিকাঘাতে জখম হলেন বোনের প্রেমিকের দাদা সঞ্জয় ঘোষ। আহত অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সঞ্জয়ের ভাই জানান যে, তাঁর খুড়তুতো দাদা প্রশান্তর সাথে দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক রয়েছে জোড়াপুকুরের বাসিন্দা দিপু বিশ্বাসের। কিন্তু এই সম্পর্কে আপত্তি ছিল দিপুর মাসতুতো দাদা আকাশের। বেশ কয়েকবার তা নিয়ে প্রশান্তকে শাসায় আকাশ বলে অভিযোগ। কিন্তু তাতে কর্ণপাত করে না প্রশান্ত। এরপর আজ শনিবার বিকেলে আকাশ তাঁর এক বন্ধু বিশ্বজিৎ বিশ্বাসকে সাথে নিয়ে প্রশান্তদের এলাকায় যায়। সেখানে আকাশের সাথে প্রশান্তর কথা কাটাকাটি হয়। সেই সময় প্রশান্ত তাঁর জ্যাঠতুতো দাদা সঞ্জয়কে ডাকে। সঞ্জয় সেই সময় ঘরে শুয়েছিল। খুড়তুতো ভাইয়ের ডাকে সে বাইরে যায়। এরপর আকাশের সাথে সঞ্জয়েরও বচসা বাধে। বচসার মাঝে আচমকাই আকাশ জামার ভেতর থেকে ছুরি বের করে সঞ্জয়কে পেছন থেকে আঘাত করে বলে অভিযোগ। এমতবস্থায় এলাকায় উপস্থিত অন্যান্য যুবকরা আকাশকে ধরে ফেলে। খবর দেওয়া হয় পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আকাশ ও তাঁর সঙ্গী বিশ্বজিৎকে আটক করে সাথে জখম অবস্থায় সঞ্জয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।