মন্দির সংস্কারের উদ্দ্যেশ্যে পরিদর্শনে অর্কিয়লজিক্যাল বিভাগের আধিকারিক
আমার কথা, আসানসোল, ২৬ অক্টোবর:
বুধবার বরাকরের সিদ্ধেশ্বর মন্দিরের সংস্কার সাধনের জন্যে পরিদর্শনে এলেন আর্কিয়লজিক্যাল অফ ইণ্ডিয়ার আধিকারিক রাজেন্দ্র প্রসাদ যাদব। তিনি এদিন মন্দির সহ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তিনি সংবাদ মাধ্যমকে বলেন সিদ্ধেশ্বর মন্দির এলাকায় অষ্টম শতাব্দির একটি মন্দির ও দুটি একাদশ শতাব্দির সুপ্রাচীন মন্দির রয়েছে। যেগুলি দীর্ঘদিনের অবস্থানে জীর্ণ হয়ে পড়েছে। একই সাথে মন্দির সহ সংলগ্ন এলাকায় নিকাশি ব্যবস্থার সুব্যবস্থা নেই। এর ফলে বর্ষায় জল ঢুকে মন্দির সংলগ্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সুপ্রাচীন মন্দিরগুলিকে পুনরুদ্ধারের জন্যে ও তার হৃত গৌরব ফিরিয়ে আনার প্রয়োজনে মন্দিরগুলির সংস্কারের প্রয়োজন রয়েছে। কাজ শুরু হলে মন্দিরের ভিতরের কাজ আগামী মার্চের মধ্যে সেরে ফেলা হবে। একইসাথে আগামীদিনে জেলাশাসক ও মেয়রের সাথে আলোচনার মাধ্যমে এই অঞ্চলের নিকাশি ব্যবস্থার সমাধান করা হবে। আগে বরাকর নদী তীরবর্তী অঞ্চলে এই মন্দির গড়ে উঠলেও এখন নদী অনেকটাই দূরে সরে গেছে।