এডিডিএর অর্থানুকুল্যে অমরাবতীতে রাস্তা সংস্কারের আনুষ্ঠানিক উদ্বোধন
আমার কথা, দুর্গাপুর, ১৩ মার্চঃ
দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনী এলাকায় মূল সার্কুলার বিটুমিনাস ভগ্নপ্রায় রাস্তা সংস্কারের আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার। এই কর্মসূচীর ভার্চুয়াল শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের অর্থানুকুল্যে এই রাস্তাটি পুনর্নিমান করা হছে যার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে প্রায় ৩৯ লক্ষ টাকা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই কর্মসূচির ফলকের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় ও সিইও ডাঃ আকাঙ্খা ভাস্কর।
এডিডিএ এর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় বলেন, অমরাবতী ডিফেন্স কলোনির এই এলাকায় প্রায় আড়াইশোর উপর বাড়ি আছে। এছাড়াও এখানে ব্যাংক, ডাকঘর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্টার আছে। এগুলির জন্যই মূলতঃ এই রাস্তাটির গুরুত্ব অনেক বেশি। এলাকাবাসীদের অনেকদিনের দাবি ছিল রাস্তাটি মেরামতের। বহু বছর আগে এডিডিএর পক্ষ থেকেই এই রাস্তাটি তৈরি করে দেওয়া হয়েছিল, যা বর্তমানে গ্নপ্রায় অবস্থা। তাই এডিডিএর পক্ষ থেকেই ফের জরুরী ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হচ্ছে। স্বভাবতি এত বছরের দাবি আজ পূর্ন হওয়ায় খুশি এলাকাবাসী।