আধিকারিকরা করোনা নিয়েও রয়েছেন হস্টেলে, সংক্রমণের আশঙ্কায় পান্ডবেশ্বরে বিক্ষোভ খোলামুখ খনির শ্রমিকদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৬সেপ্টেম্বরঃ
আধিকারিকদের মধ্যে অনেকেরই করোনার রিপোর্ট পজিটিভ হওয়া সত্বেও তাদের হাসপাতালে না পাঠিয়ে রাখা হয়েছে কোলিয়ারীর হস্টেলে শুধু তাই নয় সেই হস্টেলে বসবাসকারী অন্যান্য আধিকারিকরা সেখান থেকে আবার কাজেও আসছেন নিয়ম করে। এর ফলে কোলিয়ারীর শ্রমিকরা সংক্রমণের আশঙ্কায় বিক্ষোভ দেখালেন ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি পান্ডবেশ্বরের খোট্টাডিহি খোলামুখ কোলিয়ারীর। এদিন কয়লা উত্তোলন বন্ধ করে বিক্ষোভে সামিল হন কোলিয়ারীর শ্রমিকরা।
পাশাপাশি শ্রমিকদের আরো অভিযোগ যে, করোনা যেখানে অতিমারির আকার নিয়েছে সেখানে করোনা রোধে শ্রমিকদের জন্য কোনো মাস্ক বা স্যানিটাইজার বা প্রয়োজনীয় দ্রব্যাদি পাচ্ছেন না কর্তৃপক্ষের থেকে। তাতেও ক্ষোভের সৃষ্টি হচ্ছে শ্রমিকদের মধ্যে।
শ্রমিক নেতা রূপচাঁদ মন্ডল বলেন, “কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের জীবনের কোন মূল্য নেই, কর্তৃপক্ষের এই রকম দ্বিচারিতা মনোভাব আমরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো। আমার চাই ম্যানেজমেন্ট অবিলম্বে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুক।”
অপরদিকে, খোট্টাডিহি খোলামুখ খনির ম্যানেজার অনিল কুমার বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং শ্রমিকদের স্বার্থে যা কিছু করার আমরা নিশ্চয়ই করব।”