বুদবুদে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত ভুমি উন্নয়ন দপ্তরের আধিকারিক
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ২৪নভেম্বরঃ
ভূমি ও ভূমি সমষ্টি উন্নয়ণ দপ্তরের এক আধিকারিক এক বালি মাফিয়ার হাতে আক্রান্ত হলেন এমনটাই অভিযোগ উঠছে। বুদবুদের গলসি এক নম্বর ভুমি দপ্তরের ভেতরে ঢুকে ভুমি দপ্তরের এক আধিকারিক মহম্মদ সালাহউদ্দিনকে মারধরের অভিযোগ উঠছে বালি মাফিয়ার বিরুদ্ধে।
বুদবুদ থানার অন্তর্গত দামোদর নদীর পাড়ে সোদপুর এলাকায় আছে বেশ কিছু বৈধ অবৈধ বালি ঘাট। সেই ঘাটের বেশ কিছু অবৈধ বালি ব্যাবসায়ীরা ভুমি দপ্তরের আধিকারিককে মারধর করে দপ্তরেরর ভেতরে ঢুকে বলে অভিযোগ। মহম্মদ সালাহউদ্দিনের বুকে ও মাথায় চোট লেগেছে বলে জানান তিনি। আচমকাই তার উপর এই হামলায় তিনি রীতিমতো হতভম্ব। তবে এই ঘটনায় আতঙ্কিত ভুমি দপ্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা ।
তবে বালি মাফিয়া দের হাতে এর আগেও বেশ কিছু আধিকারিক আক্রান্ত হয়েছেন। এখনও যে এদের দৌরাত্ব্য একটুও কমেনি তার প্রমাণ পাওয়া গেল এদিনের ঘটনায়।