তেলের ড্রাম ফেটে জখম দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা কর্মী, অবস্থা আশঙ্কাজনক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১মার্চঃ
বারংবার দুর্ঘটনা আর সেই দুর্ঘটনায় কখনও জখম আবার কখনও মৃত্যুও ঘটছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীদের। কিন্ত তাতে যে কোনো হেলদোল নেই কারখানা কর্তৃপক্ষের তা আরো একবার প্রমানিত হল বুধবারের ঘটনায়। দুর্গাপুর ইস্পাত কারখানায় দিন দুয়েক আগে বড় দুর্ঘটনায় আধিকারিক সহ দশ জন কর্মী জখম হন। তার রেশ কাটেনি এখনও আর তার মধ্যে ফের দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ওই কারখানারই এক ঠিকা কর্মী।
উজ্জ্বল ভৌমিক(৪৭), দুর্গাপুরের বিজুপাড়ার বাসিন্দা, ঠিকা কর্মী হিসেবে কাজ করেন দুর্গাপুর ইস্পাত কারখানায়। গতকাল বি সিফটে উজ্জ্বলবাবু সিন্টার প্ল্যান্টে যখন গ্যাস কাটিংয়ের কাজ করছিলেন সেই সময় আগুনের ফুলকি পাশে রাখা একটি তেলের ড্রামের মধ্যে গিয়ে পরে আর ড্রামটি ফেটে তাতে জখম হন উজ্জ্বলবাবু। তিনি হাতে ও পায়ে গুরুতর চোট পান। তাঁকে ততক্ষণাৎ উদ্ধার করে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কারখানা সুত্রে জানা গিয়েছে উজ্জ্বলবাবুর শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক।
আইএনটিটিইউসি নেতা স্নেহাশিষ ঘোষ বলেন, “কারখানার ভেতর রোড সেফটি পালন করছে কারখানা কর্তৃপক্ষ। চেকিং করছে কারা হেলমেট পড়ছে কারা পড়ছে না। এদিকে শ্রমিকদের প্রাথমিক সুরক্ষার দিকে কোও নজর নেই তাদের ফলে কারখানায় এখন দুর্ঘটনা যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকদের সুরক্ষার দিকটা দেখার জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।”