তর্পণ করতে নেমে জলে ডুবে মৃত্যু দুর্গাপুরের এক বৃদ্ধের
আমার কথা, কাঁকসা, ১৪ অক্টোবর:
শনিবার মহালয়ার পূর্ণ লগ্নে কাঁকসার শিবপুরের অজয় নদের জলে তর্পন করতে নেমে অজয় নদের জলে তলিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। জানা গিয়েছে ওই বৃদ্ধের নাম শ্রীধর চ্যাটার্জি (৬৫)। বৃদ্ধ কাঁকসার বামুনাড়ার বাসিন্দা ছিলেন। ছয় বন্ধুর সাথে শনিবার সকালে শিবপুরের অজয় নদে তর্পনের উদ্দেশ্যে যান তিনি। অজয় নদে নামতেই তলিয়ে যায় ওই বৃদ্ধ। অবৈধভাবে বালি উত্তোলনের পর গভীর গর্তে পরিণত হয়েছে শিবপুরের অজয়ের ঘাট। গভীর গর্ত বুঝতে না পেরেই তলিয়ে যায় ওই প্রৌঢ়।
এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। প্রায় এক ঘন্টা পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার হয় তলিয়ে যাওয়া বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।