জন্মদিনে দিল্লির শহীদ কৃষকদের শ্রদ্ধার্ঘ্য দুর্গাপুরের আইনজীবীর কন্যার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ ডিসেম্বরঃ
স্বাধীন ভারতের সর্ববৃহৎ সফল কৃষক গন আন্দোলন ভারত সরকারকে কালা কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছে। কিন্তু আন্দোলন রত প্রায় ৭০০ জন লড়াকু কৃষক এই আন্দোলনকে সফল করতে গিয়ে শহীদ হয়েছেন বেশ কয়েকজন কৃষকও ।
আজ মঙ্গলবার ১৯ তম জন্ম দিনে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী আয়ুব আনসারির মেয়ে আয়েশা তার হাত খরচ বাঁচিয়ে ৫০০০ টাকা অল ইন্ডিয়া কৃষক সভার শহীদ তহবিলে দান করে তাদের পাশে থাকার বার্তা সহ আজকের এই শিবির শহীদ কৃষক বন্ধুদের স্মৃতির প্রতি উৎসর্গ করেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায় , রুনু দত্ত, জাহানারা বিবি ত্রয়ীর হাতে চেক তুলে দেন আয়েশা।
এছাড়াও এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের সম্পাদক কবি ঘোষ, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ইনচার্জ ডা,করবি কুন্ডু। টিপু সুলতান ম্যামোরিয়ালের সম্পাদক সোহেল আনোয়ার, কুলটি ইউথ ফোরামের সম্পাদক সেঞ্চুরিয়ান রক্তদাতা তুষার মুখার্জি, রোটারিয়ান সুবীর রায়, প্যারামাউন্ট এর কর্নধার আবু জাফর সাহেব, লাউদহা ফরিদপুর স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের সম্পাদক সুজন চক্রবর্তী, সভাপতি নির্মল পান, সমাজসেবী ও বিশিষ্ট শিক্ষক সুজয় চৌধুরী, (বড়জোড়া), বড়জোড়া কিশলয় মিশনের সম্পাদক রবিউল মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক।