নির্বাচনের প্রাক্কালে কাঁকসায় তৃণমূলে যোগ দিলো ১০টি বিজেপি পরিবার
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২০মার্চঃ
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো ১০টি পরিবার। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকসা ব্লকের জাটগড়িয়া অঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে ১০টি বিজেপি পরিবার তৃণমূল কর্মীদের কাছে এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। স্থানীয় জাটগড়িয়া অঞ্চলের তৃণমূল কর্মীরা তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। তৃণমূল কর্মীরা বলেন বিজেপির থেকে আসা ওই ১০ টি পরিবার রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছেন সে উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা তৃণমূলে যোগদান এর ইচ্ছা প্রকাশ করে। সেইমতো দলের উচ্চ নেতৃত্ব সাথে কথা বলে তারা ওই ১০টি পরিবারকে তৃণমূলে যোগদান করান। আর এর ফলেই দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে কাঁকসা ব্লকে জাটগড়িয়া অঞ্চলে তৃণমূল আরো শক্তিশালী হবে বলে জানায় তৃণমূল কর্মীরা।