নির্বাচনের প্রাক্কালে অন্ডালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৩০ জনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২২মার্চঃ
ভোটের প্রাক্কালে দল বদলে তৃণমূলে যোগ দিলেন ৩০ জন বিজেপি কর্মী সমর্থক। সোমবার অন্ডাল মোড়ে তৃণমূলের ব্লক কার্যালয়ে এই দলবদল কর্মসূচি হয়। প্রাক্তন বিজেপি কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের ব্লক সভাপতি কালোবরণ মন্ডল। উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেতা পার্থ দেয়াসি সহ অন্যরা। এদিন তৃণমূলে যারা যোগ দেন তাদের মধ্যে সন্দীপ দে, বিট্টু সেন-রা জানেন তারা বিজেপির আইটি সেল এর সদস্য ছিলেন। দলে অবজ্ঞা ও সম্মান না পাওয়ার কারণে তারা বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেন বলে জানেন।