ভোটের আগের দিন পান্ডবেশ্বর কেন্দ্রে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৭০ জনের।
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৫এপ্রি?
ভোটের ৪৮ ঘণ্টা আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৭০ জন কর্মী সমর্থক। ঘটনাটি পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের ঝাঁঝরা কলোনি এলাকার। শনিবার রাত্রি দশটা নাগাদ যোগদান পর্বটি হয় বাঁকোলায় তৃণমূলের ব্লক কার্যালয়ে। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পান্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন্দ্রনাথ বাবু জানান এই যোগদানের ফলে এলাকায় তৃণমূল আরো শক্তিশালী হলো।
অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এক কর্মী জানান আমরা পুরনো বিজেপি কর্মী। জিতেন্দ্র তিওয়ারি-কে দল প্রার্থী করায় মেনে নিতে পারিনি। তাছাড়া উনি দলে যোগ দেওয়ার পর দলের পুরোনো কর্মী দের গুরুত্ব কমেছে। সেই কারণেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।