একদিকে সরকারী নির্দেশিকা, অন্যদিকে বনিকসভার সিদ্ধান্ত, বিভ্রান্ত উখরার ব্যবসায়ীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ১মেঃ
করোনার সংক্রমণ এড়াতে রাজ্য সরকারের ঘোষণা মতো আংশিক লকডাউন হবে, নাকি স্থানীয় বনিকসভার ডাকা তিনদিন বাজার বন্ধ থাকবে তা নিয়ে বিভ্রান্তি ছড়ালো উখরা এলাকার ব্যবসাদার ও স্থানীয়দের মধ্যে।
গোটা দেশের মতো এ রাজ্যও ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর হারও। সংক্রমণ আটকাতে গতকাল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আংশিক লকডাউনের ঘোষণা করা হয়েছে। সকাল ৭ টা থেকে ১০ টা ও ৩টা থেকে ৫ টা পর্যন্ত দোকান বাজার খোলা থাকবে। বাকি সময় সব কিছু বন্ধ থাকবে বলে নির্দেশিকায় জানিয়েছে রাজ্য সরকার।
অন্যদিকে গত বৃহস্পতিবার উখড়া ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নেয় মে মাসের ২-৪ তারিখ পূর্ণ সময়ের জন্য উখড়া বাজার বন্ধ রাখা হবে। শনিবার সকাল থেকে আলাদা আলাদাভাবে প্রশাসন ও উখরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাইকিং করা হয় এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ৭টা থেকে ১০ টা ও ৩ টা থেকে ৫ টা পর্যন্ত্য বাজার খোলা থাকবে। অন্যদিকে রবিবার থেকে লাগাতার তিনদিন বাজার বন্ধের কথা ঘোষণা করে চেম্বার অফ কমার্স। দুটি পৃথক ঘোষনায় বিভ্রান্তি ছড়ায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
এ বিষয়ে অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান উখড়ার বণিক সভা বৃহস্পতিবার জানিয়েছিল দু- তারিখ থেকে তিন দিন পূর্ণ সময়ের জন্য বাজার বন্ধ রাখার কথা। শুক্রবার রাজ্য প্রশাসনের নির্দেশিকা ঘোষণা হয়। সেখানে আংশিক লকডাউনের কথা জানানো হয়েছে। এই কারনে হয়তো বিভ্রান্তি ছড়িয়েছে বলে জানান তিনি। বলেন ব্যবসায়ীরা যদি তিন দিন বাজার বন্ধ রাখে তবে সেটি তাদের নিজস্ব ব্যাপার।
চেম্বার অফ কমার্স এর পক্ষে সীতারাম বর্ণওয়াল বলেন পূর্বঘোষণা মত রবিবার থেকে তিনদিন বাজার বন্ধ রাখার কথা আমরা ব্যবসায়ীদের জানিয়েছি। আগামী ৫ তারিখ থেকে প্রশাসনের ঘোষণা মতো নির্দিষ্ট সময়ে দোকান খোলা থাকবে। এতে বিভ্রান্তির কিছু নেই বলে জানান তিনি।