যোগা দিবসে গান্ধী মোড় ময়দানে যোগানুষ্ঠানে ৩৫০ শিক্ষার্থীর যোগদান
আমার কথা, দুর্গাপুর, ২২ জুন:
২১ জুন ছিল আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষে ও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়।
আন্তর্জাতিক যোগ দিবস প্রথম পালিত হয় ২০১৫ সালের২১ জুন। ২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতিসংঘের ভাষণে ২১ জুন বার্ষিক যোগ দিবস উদযাপন করার পরামর্শ দেন। কারণ এই দিনটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। আবার দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোটদিন।
জাতিসংঘের সাধারণ পরিষদে সর্ব সম্মতিক্রমে ২১ জুন কে বিশ্ব যোগ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছর দশম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল।
যোগ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ যুজ থেকে। যার অর্থ একত্রিত করা। যা মন শরীর ও আত্মার মধ্যে সংযোগ স্থাপন করে। ৫০০০ বছরের ও বেশি সময় ধরে ভারতে যোগ চর্চা চলে আসছে।
এ বছরের থিম yoga for self and society অর্থাৎ
নিজের ও সমাজের জন্য
যোগ।
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার এসোসিয়েশন ও দুর্গাপুর সাব ডিভিশন যোগা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গান্ধী মোড় ময়দানে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো।
এই যোগ প্রদর্শনীতে পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন অনুমোদিত বিভিন্ন ক্লাব ও জিম এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে তিন বছর বয়সী শিশু থেকে শুরু করে নবীন,প্রবীন ও নব্বই বছর বয়সী প্রায় ৩৫০ যোগ শিক্ষার্থী যথেষ্ঠ উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে।
এই যোগ প্রদর্শনীতে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত প্রশিক্ষকরা ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিকালচার অ্যাসোসিয়েশন এর কার্যকরী সভাপতি বিকাশ গড়াই,
সাধারণ সম্পাদক তরুণ মুখার্জি ছাড়া ও সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ।
সংস্থার পক্ষে তরুণ মুখার্জি জানান সারা বছর ধরেই তারা যোগ,প্রাণায়াম সহ বিভিন্ন ধরণের শরীরচর্চার মাধ্যমে শিশু থেকে বয়স্ক পুরুষ মহিলাদের সুস্থ রাখতে বিভিন্ন ধরণের কর্মসূচীর রূপায়ণ করেন।