গতবারের সারথি এবারের প্রতিপক্ষ, সরগরম দুর্গাপুর-পশ্চিম বিধানসভা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১মার্চঃ
অবশেষে উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ, একুশের বিধানসভা নির্বাচনে মুখোমুখি গতবারের নির্বাচনে বিশ্বনাথের সারথী কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী ও তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল। ২০১৬ এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিআই(এম) জোট প্রার্থী হয়েছিলেন বিশ্বনাথ পাড়িয়াল, ভোটেও জেতেন, কিন্তু তারপরেই শুরু হয় আসল খেলা। নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই বিশ্বনাথ বাবু ধীরে ধীরে কংগ্রেসের সাথে দুরত্ব বাড়াতে থাকেন। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে জিতেন্দ্র তিওয়ারির হাত ধরে (তৎকালিন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক) তৃণমূল ভবনে গিয়ে যোগদান করেন তৃণমূলে। অথচ মজার ব্যাপার তিনি কংগ্রেসের বিধায়ক পদও ধরে রাখেন। এই নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়, কংগ্রেস ও সি পি আই এম সমর্থকদের মধ্যে। বিশেষ করে তাদের মধ্যে যারা নির্বাচনের সময় বিশু বাবুর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে খেটেছিলেন। এরা বিশুবাবুর এই সিদ্ধান্ত কিছুতেই হজম করতে পারছিলেন না। তাদের মতে বিশুবাবু দলবদল করে শুধু দলের সঙ্গেই নয়, গদ্দারি করেছেন জনগণের সাথেও। বেশ কিছু তৃণমূল সমর্থকও ব্যাপারটা মানতে পারছিলেম না। আজ ইতিহাসের কি অদ্ভুত পরিহাস, আসন্ন নির্বাচনে লড়াই হতে চলেছে গত বারে একসাথে লড়াই করা দুই নেতা বিশ্বনাথ পাড়িয়াল (তৃণমূল) ও দেবেশ চক্রবর্তী(কংগ্রেস) এর মধ্যে। এবার এই দুই প্রার্থীর লড়াই হয়ে উঠেছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবার দেবেশ বাবু বহু অংক উল্টে দিতে পারেন, বাকিটার জন্য অপেক্ষা আর কটা দিনের।