দুর্গাপুরে জেলাস্তরে যোগাসন প্রতিযোগিতার আয়োজন
আমার কথা, দুর্গাপুর, ২৩ জানুয়ারীঃ
নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস উপলক্ষে ইস্পাতনগরীর নেতাজী ভবনে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও নেতাজী ভবনের যৌথ উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নেতাজী ভবন প্রতি বছর ২৩ জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করে। বেশ কয়েক বছর আগেও এখানে জেলা দেহসৌষ্ঠব প্রতিযোগিতা অনুষ্ঠিত হত। বর্তমানে তা বন্ধ হয়ে গেছে। তবুও নেতাজী ভবনের এ উদ্যোগ প্রশংসনীয়। দুপুর বারোটা পাঁচ মিনিটে নেতাজীর মর্মর মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এই প্রতিযোগিতায় পাঁচ বছর বয়সী শিশু থেকে সত্তর বয়সী পুরুষ ও মহিলা অংশ নেয়।
পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সুব্রত রায় বলেন এই সংস্থা একান্ন বছরে পদার্পন করেছে। সদ্য পেরিয়ে যাওয়া সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সারা বছর ধরে সৃজনী, দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়াম, ভগত সিং স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় যোগাসন, দেহসৌষ্ঠব ও শক্তি উত্তোলন প্রতিযেগিতা অনুষ্ঠিত হচ্ছে। নেতাজী ভবনের সহযোগিতায় নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দীর্ঘদিন ধরে ২৩ জানুয়ারী নেতাজী ভবনে এই যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।এব পাঁচ বছর বয়সী শিশু থেকে সত্তর বয়সী পুরুষ ও মহিলারা ১৮ টি বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নেয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক ও মহানাগরিক অপূর্ব মুখোপাধ্যায় বলেন স্বাস্থ্যই সম্পদ। তিনি এই অ্যাসোসিয়েশনের দীর্ঘদিননের সফল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন এই সংস্থার সভাপতি হিসেবে তিনি সবাইকে সুস্থ থাকার নিদান হিসেবে নিয়মিত শরীর চর্চা করতে বলেন এবং এ ও বলেন তার দৈনন্দিন রুটিনের মধ্যে যোগ ব্যায়াম ও খালি হাতে বিভিন্ন তাকে সুস্থ রেখেছে।
এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে বিবেচিত হয় তারা যোগ সেন্টারের সোহম বাউরী ও মেঘা দাস। দলগত চাম্পিয়ন হয় দুর্গাপুর ফিটনেস আকাদেমি। দ্বিতীয় ও তৃতীয় শ্রেষ্ঠ দল হিসেবে পুরস্কার পায় যথাক্রমে তারা যোগ সেন্টার ও যোগাসন অ্যান্ড হেল্থ ক্লাব।