ভিজিলেন্স সতর্কতা শিবিরের আয়োজন খনি এলাকায়
আমার কথা, পান্ডবেশ্বর , ১৯ সেপ্টেম্বর:
বৃহস্পতিবার খনি সংস্থা ইসিএল এর বাঁকোলা এরিয়া অফিস কনফারেন্স হলে আয়োজিত হল ভিজিলেন্স সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার সাহু, শক্তি বেদান্ত সিং (হেডকোয়ার্টার), গৌতম ঘোষ ( চিপ ম্যানেজার সিস্টেম বিভাগ হেডকোয়ার্টার ) ছাড়াও এরিয়ার অন্তর্গত বিভিন্ন কোলিয়ারির পিএম, ফাইন্যান্স অফিসার, বিল ক্লার্ক, একাউন্ট ক্লার্ক ও ফাইন্যান্স বিভাগের কর্মীরা।
এদিনের শিবিরে সাইবার ভিজিলেন্স, ই-অফিস, স্যাপ মডিউলের সমস্যা ও সমাধানের পদ্ধতির ব্যাপারে সকলকে জ্ঞাত করা হয়। এছাড়াও সংস্থার নতুন মডিউল পাওয়ার, পয়েন্ট প্রোজেন্টেশান বিষয়েও আলোচনা হয়। ১৬ ই আগস্ট থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত সংস্থার পক্ষ থেকে ভিজিলেন্স অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং এর আয়োজন করা হয়েছে। এ দিনের শিবিরটি তারই অঙ্গ হিসাবে আয়োজিত হয় বলে এরিয়া অফিস সূত্রে জানানো হয়েছে।