দুর্গাপুরে আইনজীবীর কন্যার জন্মদিন উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন
আমার কথা, দুর্গাপুর, ২৬ ডিসেম্বর:
প্রতি বছরের মতো এবারেও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য বন্ধুদের সহাস্যে বিশিষ্ট আইনজীবী আয়ুব আনসারীর কনিষ্ঠা কন্যা আয়েষা খাতুনের জন্মদিন পালন করা অন্যভাবে। যে সকল রোগীদের হার্টের অস্ত্রপচার হয়েছে তাদের সাহাযার্থে মুচিপাড়ায় নিজ বাসভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। জুলেখা ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে ২৩ জন রক্তদান করেন। এই শিবিরে আয়ুব আনসারী নিজেও রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে কামারগড়িয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক প্রসেনজিৎ ব্যানার্জী, জয় বালাজি ইন্ডাস্ট্রিজের প্রোডাকশন ম্যানেজার সুভেন কুমার ডোরা, ফিউচার জেনারেলারি লাইফ ইন্স্যুরেন্স এর ম্যানেজার দীপক পাল সহ পরিবার। গান্ধীমোড় সংলগ্ন বেসরকারী হাসপাতাল হেলথ ওয়ার্ল্ডের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তবে আয়েষা খাতুন ঢাকায় থেকে মেডিকেল পড়ার কারনে এদিনের এই শিবিরে যোগ দিতে পারেননি। তবে রক্তের বন্ধনে দুই বাংলা তথা দুই দেশে শান্তির বার্তা জানিয়েছে আয়েষা।
পাশাপাশি বিগত বছরের মত এবারেও সে তার টিফিন খরচ বাঁচিয়ে থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া প্রতিরোধ বিষয়ে প্রচারের জন্য দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামকে ১৩০০ টাকা দান করেছে।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি সারা রাজ্য জুড়ে পারিবারিক রক্তদানকে জনপ্রিয় করতে প্রচার করছে। এই ধরনের শিবিরের মাধ্যমে একদিকে রক্তের সংকট সমাধানে সাহায্য হচ্ছে আর অন্যদিকে রক্তদানের জন্য পরিবারের অনেক নতুন নতুন সদস্যকে যুক্ত করা সম্ভব হচ্ছে। তাই এই সংঠনের পক্ষ থেকে সকলকে পারিবারিক রক্তদান শিবিরে এগিয়ে আসার আবেদন জানানো হয়।