কাঁকসায় ডায়েরিয়ার প্রকোপ, মৃত ২
আমার কথা, কাঁকসা, ২৯ অক্টোবরঃ
কাঁকসার কুলডিহায় ডায়েরিয়া প্রকোপে মৃত্যু হলো এক মহিলার।মৃতার নাম উর্মিলা মুর্মু (৩৫)। সাথে মৃত্যু হয়েছে আরো একজনের। ঘটনাটি কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলডিহায়।
জানা গিয়েছে, কয়েকদিন ধরে এই এলাকার বাসিন্দাদের বমি, পায়খানা হতে থাকে। শনিবার প্রথমে উর্মিলা মূর্মু নামের মহিলাকে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রবিবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। তারপর থেকে এলাকার একাধিক মানুষ অসুস্থ হতে থাকে। সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আরো চার জনকে। তাদের মধ্যে লক্ষ্মী হাঁসদা(৫৫) নামের এক মহিলা আশঙ্কাজনক অবস্থায় সিটিসেন্টারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার বিকেলের দিকে তাঁর মৃত্যু হয়। এলাকায় পৌঁছে বেশ কয়েকটি টিউবওয়েল সিল করে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। সরকারিভাবে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর জন্য পাইপলাইন বসানো হয়েছে কিন্তু সেই জল এখনো বাড়ি বাড়ি পৌঁছায় নি বলে অভিযোগ। সেই জন্যই মৃত্যুর মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে।
কাঁকসার বিডিও পর্ণা দে জানান, “এখনও পর্যন্ত্য দুজনের মৃত্যু হয়েছে। একজন ডায়েরিয়ায় মারা গেছেন, অপরজন ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও ওই রোগীর আরো অসুখ ছিল। তাই এখনই বলা যাচ্ছে না যে তিনি ডায়রিয়াতেই মারা গিয়েছেন। লিসের থেকে এই ডায়রিয়ার জীবানু ছরাচ্ছে তা এখনই ধরা পড়েনি। জলের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। এলাকার কলগুলি সিল করে দেওয়া হয়েছে আর পরিশুদ্ধ পানীয় জল এলাকাবাসীদের সরবরাহ করা হচ্ছে।”