বহিরাগতরা বাংলার ভাষা আর সংস্কৃতিকে পাল্টে দেওয়ার চক্রান্ত করছেঃ সুজাতা মন্ডল খাঁ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২২এপ্রিলঃ
রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার অন্ডালের একাধিক জায়গায় সভা করলেন তৃণমূলের সুজাতা মন্ডল খাঁ। এদিন অন্ডালের মুকুন্দপুর, খাঁন্দরা ও কাজোরায় তৃণমূলের তিনটি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের প্রার্থী তথা তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল খাঁ।
বক্তব্য রাখতে গিয়ে সুজাতা দেবী বলেন এবারের নির্বাচন বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার ভোট। বহিরাগতরা বাংলার ক্ষমতা দখল করে বাংলা ভাষা, বাংলার সংস্কৃতিকে পাল্টে দেওয়ার চক্রান্ত করছে।
বহিরাগতদের রুখতে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এদিনের সভাতে বাবুল সুপ্রিয় এর বিরুদ্ধে সরব হন সুজাতা দেবী। বলেন ভোট এলেই বাবুল সুপ্রিয় কে দেখতে পাওয়া যায়। করোনা কালে মানুষের পাশে থাকেনি বাবুল। করোনার সময় আক্রান্ত ও অসহায় মানুষের পাশে থেকেছে রাজ্য সরকার, মমতা ব্যানার্জি আর তৃণমূলের কর্মীরা।