দুর্গাপুরের সরকারী হাসপাতালে তৈরী হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ইউনিট
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭মেঃ
করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই করোনার প্রকোপে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এবারে করোনার প্রকোপ এতটাই বেশি যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দেশ জুড়ে আক্রান্ত হচ্ছেন। আর এই আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে সব থেকে বেশি অভাব দেখা দিচ্ছে হাসপাতালের বেড, অক্সিজেনের। আর এই অক্সিজেনের অভাবে মৃত্যুও হচ্ছে বহু করোনা রোগীর। এমতবস্থায় অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিজস্ব অক্সিজেন সিলিন্ডার ইউনিট তো হচ্ছে। কেন্দ্রীয় সড়ক মন্ত্রক ও রাজ্য সরকার যৌথ ভাবে করোনা মোকাবিলায় এই কাজ হাতে নিল। সাত দিনের মধ্যে শেষ হবে এই প্লান্ট তৈরীর কাজ জানালেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার ধীমান মন্ডল। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া দুই বর্ধমান মিলিয়ে ২২টির মতো অক্সিজেন প্লান্ট তৈরী হচ্ছে।