পঃ বর্ধমান জেলার তৃণমূলের প্রার্থী ঘোষণা, আসানসোল দঃ তারকা মুখ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫মার্চঃ
শুক্রবার প্রকাশিত হল আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। বেলা তিনটে নাগাদ দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় এই নামের তালিকা ঘোষণা করেন। সমস্ত জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রে যারা প্রতিদ্বন্ন্দিতা করবেন তাদের নামও ঘোষণা করা হয় এদিন। এক নজরে দেখে নেওয়া যাক সেই নামের তালিকাঃ
দুর্গাপুর(পূর্ব) – প্রদীপ মজুমদার
দুর্গাপুর(পশ্চিম) – বিশ্বনাথ পাড়িয়াল
পান্ডবেশ্বর – নরেন্দ্রনাথ চক্রবর্তী
রানীগঞ্জ – তাপস বন্দোপাধ্যায়
জামুড়িয়া – হরেরাম সিং
আসানসোল(দক্ষিণ) – সায়নী ঘোষ(তারকা)
আসানসোল (উত্তর) – মলয় ঘটক
কুলটি – উজ্জ্বল চট্টোপাধ্যায়
বারাবনী – বিধান উপাধ্যায়