পানাগড়ে স্থানীয় ফুটবল প্রতিযোগীতায় জয়ী পানাগড় রোমিও ক্লাব
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৪অক্টোবরঃ
পানাগড় আউসগ্রাম অঞ্চলে খান্ডারি এলাকায় একটি ফুলবল খেলার আয়োজন করে ওই এলাকার যুবকরা। করোনার জন্য মানুষদের মনবল হারিয়ে যাচ্ছে এমন কি একটা ভয় কাজ করছে দীর্ঘ কয়েক মাস ধরে। মানুষের মনবল শক্ত করার জন্য এই এলাকার যুবকরা এই ফুটবল খেলার আয়োজন করে। তিন দিন ধরে খেলা হয় আটটি দলকে নিয়ে। আজ তার চুড়ান্ত পর্যায়ে খেলা হল। সরকারী স্বাস্থ্য বিধিনিষেধ মেনে এই খেলা হয়। এই ফুটবল খেলা দেখতে মহিলারাও চলে আসেন। পানাগড় রোমিও ক্লাবের সাথে ভরতপুর ক্লাবের খেলা হয় যাতে পানাগড় রোমিও ক্লাব ট্রাইব্রেকারে জয়ী হয়।