দুই প্রতিপক্ষ দলের বিশাল মিছিলের সাক্ষী রইল পান্ডবেশ্বর
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৪ফেব্রুয়ারীঃ
রবিবার দুই প্রতিপক্ষ দলের জোড়া মিছিলের সাক্ষী রইল পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার বাসিন্দারা। কেন্দ্রের জনবিরোধী নীতি ও কৃষি আইন বাতিলের দাবিতে পূর্বঘোষণা মতো এদিন তৃণমূলের পক্ষ থেকে বাইক মিছিল করা হয় লাউদোহায়। মিছিলটি শুরু হয় লাউদোহার ঝাঁঝরা কলোনী মাঠ থেকে। ব্লকের ছটি পঞ্চায়েত এলাকায় ঘোরে মিছিলটি। মিছিলে ছিল প্রায় সাত হাজার বাইক। শুরু থেকে শেষ পর্যন্ত মিছিলে হুড খোলা গাড়িতে ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
মিছিল শেষে জিতেন্দ্রবাবু বলেন এলাকায় এটা ঐতিহাসিক বাইক মিছিল। এর আগে কখনো এতো বড় বাইক মিছিল এলাকায় হয়নি।
অন্যদিকে এদিন পরিবর্তন যাত্রার প্রস্তুতি মিছিল করে বিজেপি। মিছিলটি শুরু হয় পাণ্ডবেশ্বর বিডিও মোড় থেকে, যা শেষ হয় রেল স্টেশনে গিয়ে। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ হাজার পাঁচেক দলীয় কর্মী সমর্থক। লক্ষণ বাবু জানায় দলের পক্ষ থেকে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা কর্মসূচি চলছে। তার প্রস্তুতি হিসাবেই এদিনের মিছিল বলে জানান তিনি।